Blackstar Fly-3,দৌড়ের ওপর ছোট অ্যাম্প!

Blackstar Fly-3,দৌড়ের ওপর ছোট অ্যাম্প!
Blackstar Fly-3 , হা বন্ধুরা ,নামেই ওর পরিচয়, উড়তে উড়তে বা দৌড়ের ওপর গীটার বাজাতে চাইলে এর কোন তুলনা না, আর বসে তো বাজানো যাবেই! অনেক চিন্তা ভাবনা করে Blackstar তৈরি করেছে খুবি কম দামে এই ৩ ওয়াট শক্তির ছোট একটি Amp.তবে ছোট বলে একে আমরা যদি পাত্তা না দেই, তাহলেই হবে বেশ বড় ভুল। Fly-3 বের হবার আগে অনেক গুলো অন্য company mini/micro amp বের করেছিল, সেগুলার সাথে fly-3 এর মুল পার্থক্যই হোল এর পুরনাঙ্গ low/bass end, volume level এবং সবথেকে জরুরি – “sound quality”.
দেখে নেই এই amp এর feature গুলিঃ
- এতে আছে ২ টি চ্যানেল, Clean এবং Distortion;
- Tape Delay যা শুনতে খুবি organic;Delay level এবং time control করা যাবে;
- Infinite Shape Feature(ISF) / EQ তোমাকে দেবে অভূতপূর্ব টোন কন্ট্রোল;
- mp3/line in – গান শোনা বা চর্চা করার জন্য সহায়ক;
- Emulated line out – হেডফোন দিয়ে চর্চা বা Recording করতে পারবে;
- ৩ ইঞ্ছি Speaker যা তোমাকে দেবে ভরাত সাউন্ড quality ;
- 6 AA-পেন্সিল ব্যাটারি দিয়ে বাজাতে পারবে, নিয়ে যেতে পারবে যেকোনো জায়গায়;
- Power Button এবং Input Jack
- উচ্ছতা ঃ ৫ , প্রস্থ ঃ ৭ এবং গভিরতা (Depth) ৪ ইঞ্চি যথাক্রমে;
- ওজন মাত্র ১.৯৮ lbs
Build quality:
আমি যখন amp টির সাউন্ড কেমন তা চেক করতে যাই সত্যি কথা বলতে কি আমি নিজেও প্রথমে একটু সন্দিহান ছিলাম, তবে যেটি দেখে প্রথম ভাল লাগল amp টির design এবং finish, এতো ছোট হলেও একে খুব সুন্দর করা তৈরি করা হয়েছে Blackstar এর যেকোনো বড় নামকরা মডেলের আদলে, আর অনেক compact, ছোট হলেও এর ওজন লক্ষ করলাম বেশ ভাল, তার থেকেই মনে হোল Sound quality বেশ ভারি হবে, Knob গুলো বেশ শক্ত এবং নিখুত/টেকসই ভাবে বানানো এবং ফিটিং করা হয়েছে। কোনদিকেই কোন নড়বড়ে ভাব নেই।
Sound Quality:
Sound quality check করার জন্য যা ব্যাবহার করেছি ঃ
- Blackstar Fly 3
- Blackstar Fly 3 extension cabinet – Model Fly: 103
- Esp LTD ec-200qm

with Fly-103 extension cabinet.
Clean Channel Sound quality :
তোমরা নিচের ভিডিও টি দেখলে খেয়াল করবে যে আমি যখন bass স্ট্রিং এ pick করছি, সাউন্ড সম্পূর্ণ depth দিছে এবং কোন ফাটা ভাব নেই, এবং একি সাথে treble string গুলো পরিষ্কার frequency দিচ্ছে, tape delay টা অন রেখে বাজাতে খুবি ভাল লাগছিল, অনেক natural শুনতে, rhythm বা lead যাই করছিলাম দুইয়ের মদ্ধেই delay টা ভাল কাজ করছিল।
Distortion Channel sound quality:
এর পরের ভিডিওতে আমি আগের টিতে clean channel এ যা বাজালাম, তাই মোটামুটি একিভাবে distortion channel এ ফুল gain + tape delay দিয়ে বাজিয়েছি, Sound quality – low এবং অন্যান্য সবকিছু তোমারাই যাচাই করতে পারবে 🙂 , আমি শুধু বলব এতো ছোট একটি amp এ এতো সুন্দর mid frequency-Just Awesome.
Distortion quality on Heavy riff :
কোন দিক দিয়ে fly-3 কে আসলে কম বলব? এবার tape delay বাদ দিয়ে heavy riff বাজালাম, দেখলাম এখানেও প্রত্যেকটি note ক্লিয়ার, Mute করলেও পাচ্ছি low end আর gain full থাকা সত্ত্বেও mid frequency এর কোন কমতি নেই।
শুধুই Amp?
Fly-3 শুধু একটি practice amp এ নয়, ব্যাবহার করা যাবে নিচের কাজ গুলতেঃ
- গান শোনা – তোমার ফোন বা mp3 বা সিডি player থেকে ;
- Stereo Computer Speaker – হা, সত্যি 😛
- Portable Speaker-যখন যেখানে খুশী battery দিয়ে চালানো যাবে, আর Optional power supply তো আছেই।
শেষ কথাঃ
আমাদের কথা ভেবেই হয়েত blackstar fly-3 তৈরি করা, সাধ আর সাধ্য আর সেই সাথে quality,পুরো world এ fly -3 নজর কেরে নিয়েছে, আমি বলব, যারা ছোট এবং quality full practice amp কিনতে চাও, No need to think twice of FLY-3!
দাম এবং বিশেষ Discount Card:
আমাদের স্কুলের সকল ছাত্র/ছাত্রী এবং আমাদের ওয়েব সাইটের registered member রা সবাই World Music এবং Golden Music থেকে সারা বছরি যেকোনো গীটার, প্রসেসর, আম্প, স্টুডিও যন্ত্রাদি ইত্যাদি কিনলেই তারা special discount পাবে এবং তার জন্য লাগবে Sazzad Arefeen এর sign করা discount card. এটি সংগ্রহ করার জন্য কল করতে হবে 01610222211 (10 am to 6 pm ) নাম্বার এ।
Discounted Price:
- Fly3 – 3W 1×3″ Guitar Combo Amp – TK 6,000
- Fly3Pak – 3W 1×3″ Guitar Combo w/ Extension Speaker – TK 8,800
“Discount Card”-Guitar Never Lies Special for any Musical Instrument
Sazzad Arefeen official profile at Blackstar Amp
Similar Posts:
- BLACKSTAR HT-1:The Little guy
- Blackstar LT-Echo amps:When small is better!
- Blackstar Fly-3 Bluetooth:Fly more with your phone!
- Blackstar amp Special offer for Guitar Never Lies
- “Discount Card”-Guitar Never Lies Special for any Musical Instrument
Leave a Reply